রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: টেট পাস না করেও সাত বছর ধরে প্রাথমিক স্কুলে চাকুরি করছিলেন। অবশেষে হাইকোর্টের নির্দেশের পর একসঙ্গে ৯৪ জন শিক্ষককে চাকুরী থেকে বরখাস্ত করল প্রাথমিক শিক্ষক সংসদ। বাতিল হওয়া শিক্ষক দের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের সুতি থানায় এলাকার তিন জন শিক্ষক শিক্ষিকা এবং সামসেরগঞ্জ এলাকার একজন শিক্ষিকাও। চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষকদের তালিকায় রয়েছেন একই পরিবারের দুই বোন এবং এক ভাই। প্রকাশিত লিস্ট অনুযায়ী টেট পাস না করেও স্কুলে শিক্ষকতা করার জন্য এবং অবৈধ ভাবে নিয়োগের জন্য বরখাস্ত করা হয়েছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গোঠা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসান বিশ্বাসকে। পাশাপাশি বরখাস্ত হয়েছেন ৫৭ নম্বর চ্যন্দ্রপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মমতাজ খাতুন, নয়াগ্রাম এলাকার শিক্ষিকা আহম্মদা খাতুন এবং সামশেরগঞ্জের চাঁদনীদহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ খাতুন। এদিকে প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে চাকরি চ্যুত শিক্ষকদের নামের তালিকা প্রকাশিত হতেই কার্যত হৈচৈ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে খবর, সুতি থানা এলাকার চাকুরী বাতিল হওয়া দুই বোন এবং এক ভাই টেট পাস না করেও পারিবারিকভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছিলেন। চাকরিচ্যুত ঐ শিক্ষকদের মা সুতি এক পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন বলেও জানা গিয়েছে। ফলে স্বাভাবিক কারণেই চাকরির পেছনে রাজনৈতিক যোগ থাকতে পারে বলেও অনুমান বিশিষ্টজনদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct