আপনজন ডেস্ক: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির নিশিকান্ত দুবে যে অভিযোগ এনেছেন, তার খসড়া রিপোর্ট খতিয়ে দেখতে আগামী ৭ নভেম্বর বৈঠকে বসবে লোকসভার এথিকস কমিটি। খসড়া রিপোর্ট গৃহীত হওয়ার জন্য বৈঠকের অর্থ হল যে বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকরের নেতৃত্বাধীন কমিটি তাদের তদন্ত শেষ করেছে এবং ২ নভেম্বর তাদের সদস্যদের শেষ আলোচনায় দলীয় লাইনে যাওয়ার পরে এখন তাদের সুপারিশ করবে। মহুয়ার বিরুদ্ধে আনা অভিযোগনিয়ে ১৫ সদস্যের কমিটিতে বিজেপির সদস্যরা সংখ্যাগরিষ্ঠ, বিশেষ করে সোনকরের বিরুদ্ধে গত বৈঠকে তাকে নোংরা ও ব্যক্তিগত প্রশ্ন করার অভিযোগ তুলে বিরোধী দলের সদস্যদের সঙ্গে ক্ষোভে বেরিয়ে যাওয়ার অভিযোগ তোলেন তিনি। স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা রিপোর্টে বিরোধী দলের সদস্যদের অসন্তোষের সম্ভাবনার মধ্যে কমিটি তার বিরুদ্ধে সুপারিশ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct