আপনজন ডেস্ক: জন্মদিনটা এর চেয়ে ভালোভাবে উদযাপন করতে পারতেন না বিরাট কোহলি। রবিবার ছিল তার ৩৫তম জন্মদিন। কোহলি বিশেষ দিনটা রাঙালেন ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শচীন তেন্ডুলকারের কীর্তি ছুঁয়ে। শচীনের একদিনের ম্যাচে সেঞ্চুরি ৪৯টি। ভারতীয় কিংবদন্তির সেই রেকর্ড আজ ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছুঁয়েছেন কোহলি। দলীয় ৬২ রানে রোহিত শর্মা আউটের পর উইকেটে আসেন কোহলি। বিশেষ সেঞ্চুরির পথে কোহলি সঙ্গী হিসেবে পেয়েছেন শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব ও রবিন্দ্র জাদেজাকে।শেষ পর্যন্ত জাদেজার সঙ্গে অবিচ্ছিন্ন রানের জুটিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি।কিছুটা ধীরগতির ছিল তাঁর ইনিংসটি। ৬৭ বলে প্রথম ফিফটি পূর্ণ করেছেন। সেঞ্চুরি স্পর্শ করেছেন সব মিলিয়ে ১২০ বলে। ৪৯ সেঞ্চুরির জন্য কোহলির লেগেছে ২৭৭ ইনিংস।যেখানে তেন্ডুলকারের লেগেছে ৪৫২ ইনিংস। অবশ্য রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে কোহলি এই মাইলফলক স্পর্শ করেন। ১০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে যাওয়া তেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ডে ভাগ বসালেন বিরাট কোহলি। এই ইনিংসে বিরাট আরও চারটি বড় রেকর্ড নিজের নামে করেন। শচীনের চেয়ে ১৭৪ কম ইনিংসে শচীনের রেকর্ডের সমান করেছেন বিরাট। শচীনের ৪৯তম সেঞ্চুরি এসেছে তার ৪৫১তম ইনিংসে। যেখানে বিরাটের ৪৯তম সেঞ্চুরি এসেছে ২৭৭তম ইনিংসে। এই ইনিংসে বিরাট আরও চারটি বড় রেকর্ড নিজের নামে করেন।শচীনের চেয়ে সীমিত ওভারে বেশি সেঞ্চুরি করে, বিরাট সীমিত ওভারে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা খেলোয়াড় হয়ে উঠেছেন। ওয়ানডেতে কোহলির রয়েছে ৪৯টি সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি, অর্থাৎ মোট ৫০টি সেঞ্চুরি। আগে এটি ছিল ৪৯।
শচীনের নামে ৪৬৩টি ওডিআই এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে ৪৯টি সেঞ্চুরি রয়েছে, যেখানে বিরাট ২৮৮টি ওয়ানডে এবং ১১৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০ টি সেঞ্চুরি করেছেন।প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরির নিরিখে আমলাকে পেছনে ফেলেছেন বিরাট কোহলি। যদিও তিনি একজন চেজ মাস্টার, তবে ওয়ানডেতে প্রতিপক্ষ দলের রান তাড়া করতে গিয়ে তার নামে সর্বোচ্চ ২৭টি সেঞ্চুরি রয়েছে। দুই নম্বরে থাকা শচীন সেঞ্চুরির দিক থেকে কোহলির কাছাকাছিও নন, যার নামে ১৭টি সেঞ্চুরি রয়েছে, কিন্তু রবিার বিরাট প্রথম ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে পেছনে ফেলে ২২টি সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে আমলার নামে ২১টি সেঞ্চুরি রয়েছে।কোহলি বিশ্বকাপে ১৫০০ রান পূর্ণ করেছেন। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। ২২৭৮রান করে এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার সংগ্রহ ১৭৪৩।অন্যদিকে একদিনে ম্যাচে জন্মদিনে সেঞ্চুরি করা সপ্তম খেলোয়াড় হলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করার সময় বিরাট কোহলি একদিনের ম্যাচে জন্মদিনে সেঞ্চুরি করা সপ্তম খেলোয়াড় হনন। এর আগে এই কীর্তি করেছিলেন বিনোদ কাম্বলি, শচীন তেন্ডুলকার, সনাথ জয়সুরিয়া, রস টেলর, টম ল্যাথাম এবং মিচেল মার্শ।গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলার পর থেকেই তেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় ছিলেন কোহলি। এরপর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেননি, কিউইদের বিপক্ষে ফেরেন ৯৫ রান করে, লঙ্কানদের বিপক্ষে ৮২ রানে। শেষ পর্যন্ত বহুল কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা মিলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শেষ দিকে। ৪৯তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাদার বলে সিঙ্গেল নিয়ে ১০০-তে পৌঁছান তিনি। তিন সংস্করণ মিলিয়ে এটি কোহলির ৭৯তম শতক।কোহলির আগে এবারের বিশ্বকাপে জন্মদিনে শতক করেছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, পাকিস্তানের বিপক্ষে।ইনিংস বিরতিতে সম্প্রচার প্রতিষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমাকে খেলার ও দলের সাফল্যে অবদান রাখার সুযোগ দেওয়ায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞ। এমন বড় একটা স্টেডিয়ামে প্রচুর দর্শকের সামনে জন্মদিনে শতক করতে পারাটাও দারুণ ব্যপার।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct