আজিম শেখ, রামপুরহাট, আপনজন: বীরভূম জেলার রামপুরহাট শহরে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে শনিবার নভেম্বর মাসের ৪ তারিখ বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে হয়ে গেল মহিলা সম্মেলন। বলা বাহুল্য এটা বাংলা সংস্কৃতি মঞ্চের প্রথম মহিলা সম্মেলন এই সম্মেলনে বীরভূম জেলার ১৯টি ব্লকের প্রায় ৮০০ মহিলা অংশগ্রহণ করেছিলেন। নারী সুরক্ষা বিভিন্ন আইন স্বনির্ভর গোষ্ঠী কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে নারীর অধিকার পাওয়া যায় কিভাবে কোন বিপদে পড়লে পরে কোথায় গিয়ে কি পরামর্শ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া যায় ।শেষ সবের আলোচনা করলো আজ বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য ও জেলা নেতৃত্বের মহিলারা। পশ্চিমবঙ্গ রাজ্য আদিবাসী সংগঠনের একজন সদস্য অলকা টুডু বলেন নারী যে সমস্ত অধিকার আছে সে সমস্ত অধিকার আমরা যাতে সঠিকভাবে পাই তাই জন্য এই সম্মেলন করা। বীরভূম জেলার বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য সাবিনা ইয়াসমিন বলেন নারীদের অধিকার নিয়ে আমরা সব সময় লড়ে যাব এবং বাংলা সংস্কৃতি মঞ্চ সব সময় যেকোনো মহিলার পাশে আছে এবং থাকবে এটা আমাদের প্রথম সম্মেলন এরপর আমরা বিভিন্ন গ্রামে গ্রামে এই সম্মেলন করবো বলে আশা রাখছি। যদিও এটা মহিলা সম্মেলন তবুও এই সম্মেলন উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বাংলা সংস্কৃতি মঞ্চে রাজ্য সভাপতি সামিরুল ইসলামসহ বীরভূম জেলা সভাপতি রাজকুমার ফুল মালি, আরো ছিলেন এম এ জামান সুদীপ্ত দাস জেলা কমিটির যুব নেতা রিপন রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি আনিমুল শেখ,অবজারভার মুক্তার এছাড়াও রাজ্য কমিটির বিভিন্ন সদস্যরা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct