নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: ফিলিস্তিনে নির্মমভাবে শিশু থেকে শুরু করে হাজারো হাজারো মানুষের বোমার আঘাতে প্রাণ যাচ্ছে । দখলদার ইসরাইলের সৈন্যরা বারংবার আক্রমণ করছে নিরীহ ফিলিস্তিন মানুষের উপরে। এরই প্রতিবাদে বসিরহাটের হাজার হাজার মানুষ পথে নেমে মিছিল করলো। এদিন ত্রিমোহিনী থেকে বসিরহাট বোটঘাট পর্যন্ত কয়েক হাজার মানুষের বিশাল মিছিল এবং ধিক্কার সমাবেশ অনুষ্ঠিত হয়। বসিরহাট মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ জমায়েত হয় এই মিছিলে। উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের ফিরোজ আহমেদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবী মাতিন মুফতি, সমাজসেবী রিয়াজুল ইসলাম, সমাজসেবী আবু ইসহাক বাবু গাজী , মোহাম্মদ জাহিদ সহ একাধিক বিশিষ্ট জনেরা। আন্দোলনকারীরা দাবি করেন জহরলাল নেহরু থেকে অটলবিহারী ভারতের যত প্রধানমন্ত্রী ছিলেন সবাই প্যালেন্টাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। আজ কিসের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরাইলের পাশে দাঁড়াচ্ছেন? আমরা ধিক্কার জানাচ্ছি। এরপরে আমরা বৃহত্তর আন্দোলনের যাব বলে হুঁশিয়ারি দেন এই সংগঠনের কর্মীরা। বিশিষ্ট সমাজসেবী মাতিন মুফতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”দখলদার ইসরাইল ফিলিস্তিনের উপর দীর্ঘ কয়েক বছর ধরে যেভাবে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে বিশ্বের মানুষ এখনো চুপ কেন? আজকে মানবতা কোথায়? অনেকেই হামাসকে জঙ্গি বলছেন কিন্তু মনে করি তারা বিপ্লবী। কেননা তাদের নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য লড়াই করছেন। যেমনটা ভারতের ইংরেজ শাসনকালে আমাদের দেশের বিপ্লবীরা লড়াই করেছিলেন। দখলদার ইসরাইল যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাই”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct