সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: তৃণমূলে যোগদান করেই এলাকার মানুষকে উন্নয়ন পৌঁছে দিতে তিনটি হেল্পলাইন নাম্বার চালু করলেন কোতুলপুরের বিধায়ক “এক ফোনে এম এল কে বলুন” তোলা আদায়ের জন্য এই হেল্পলাইন নাম্বার কটাক্ষ বিজেপির। সবেমাত্র এক সপ্তাহ হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার। এর মধ্যেই তৃণমূল সরকারের উন্নয়নের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে এবং মানুষের সমস্যার সমাধানের জন্য কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার দেবাংশু ভট্টাচার্য, বীরবাহ হাসদা, জোৎস্না মান্ডির উপস্থিতিতে তিনটি হেল্পলাইন নাম্বার চালু করলেন কোতুলপুর বিধানসভার লোকজনের জন্য। কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার তৃণমূলে যোগদান করে বলেছিলেন বিজেপিতে থেকে তিনি উন্নয়ন করতে পারছেন না মানুষের সমস্যার সমাধান করতে পারছেন না তাই তিনি মানুষের সমস্যা সমাধানের জন্য এবং উন্নয়ন করার জন্য তৃণমূলে যোগদান করেছেন, তারি বক্তব্য বাস্তবায়নের জন্য শুক্রবার কোতুলপুরে তৃণমূল কংগ্রেসের একটি বিজয়া সম্মেলনে এলাকার মানুষের জন্য তিনটি হেল্পলাইন নাম্বার চালু করলেন বিধায়ক। বিধায়ক হরকালি প্রতিহার দাবি মানুষ আমাদের জিতিয়েছে সেবা পাওয়ার জন্য জেতার পর থেকে সেভাবে মানুষকে সেবা করতে পারছিলাম না, তিনি দাবি করেন বিজেপি এমপি, এমএলএ দের নির্দেশে ১০০ দিনের টাকা এবং আবাস যোজনা টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার। যে মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে এই মানুষদের সমস্যার কথা শোনার জন্য এক ফোনে এমএলএ হেল্প লাইন নাম্বার চালু করা হয়েছে। বিধায়কের এই হেল্পলাইন নাম্বার চালু করাকে তীব্র কটাক্ষ করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct