নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তিন দিনব্যাপী বর্ধিত অধিবেশনের দ্বিতীয় দিনে শনিবার বিকেলে হাওড়া জেলা কমিটির দপ্তর অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, যেভাবে প্রতিদিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হচ্ছে, পেঁয়াজের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। যেখানে প্রধানমন্ত্রী দাবি করছেন আমাদের দেশে গত ৬ বছরে সবচেয়ে বেকারত্ব কমেছে, কিন্তু বাস্তবে প্রায় ৪০ শতাংশ মানুষ আমাদের দেশে বেকারত্বের মুখে পড়েছেন। আর যারা কাজ পাচ্ছেন বেসরকারি ক্ষেত্রে, যার কোনও ভবিষ্যৎ নিশ্চয়তা নেই। দেশে এখন ‘ইকোনমিকস’ এর জায়গায় ‘মোদিনমিক্স’ চলছে। এর অর্থ হলো সকালে বন্দেভারত আর দুপুরে নমো: ভারতের উদ্বোধন হচ্ছে। গরীব মানুষের জন্য মোদী কিছু ভাবছেন না। কিছুদিন আগে জি-২০ এর নামে লম্ফঝম্প করে উনি বিশ্বগুরু হতে চেয়েছিলেন। কিন্তু যে ২০টি দেশ এতে সম্মিলিত হয়েছেন তারমধ্যে ভারতের জিডিপি সবার শেষে ছিল। এদের মধ্যে সবচেয়ে ‘লোয়েস্ট টেকনোলজি’ আর ‘বেরোজগার’ ছিল আমাদের দেশের। মেক ইন ইন্ডিয়া প্রোজেক্ট আজ মুখ থুবড়ে পড়েছে। এদের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে মোদী সরকার এজেন্সিকে নিয়োগ করছে। ইডি, সিবিআই এর ভয় দেখানো হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে। রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে এদিন প্রশ্নের উত্তরে ইয়েচুরি এদিন বলেন, এটা নিয়ে তদন্ত চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct