দেবাশীষ পাল, মালদা, আপনজন: যাদবপুরের তৃণমূল কংগ্রেস ও বিজেপির কোনও ইউনিট নেই। আর সেখানেই ইউনিট খোলা ছিল আসল উদ্দেশ্য আর সেই কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্ননীলের ঘটনা নিয়ে সরব হয়েছিল এই দুই দল। কিন্তু মালদার গাজলের বাসিন্দা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উত্তম মার্ডির ঘটনা নিয়ে তারা নিরব। মৃত উত্তম মাল্ডির পরিবারের সাথে দেখা করে এ কথা বলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।। প্রসঙ্গত, ব়্যাগিং-এর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উত্তম মার্ডির পরিবারের সাথে মালদার গাজলের কচুয়া গ্রামে দেখা করতে আসলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ১৬ই অক্টোবর বাড়ির মধ্যে থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং সহ্য করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিল সে। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি। তৃণমূল নেতা মদন মিত্র ও জেলা বিজেপির নেতা অম্লান ভাদুড়ী পাল্টা কটাক্ষ করেছেন নওশাদ সিদ্দিকীকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct