এম মেহেদী সানি, চারঘাট, আপনজন: গ্রাম পঞ্চায়েত সদস্যের উদ্যোগে চারঘাটের গ্রামে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ও সেন্সর এলইডি স্ট্রিট লাইট পরিষেবার উদ্বোধন করলেন এলাকার বিশিষ্টজনেরা ৷ শনিবার উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের ১৫৫ নম্বর বুথের জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্য মানস ব্যানার্জির উদ্যোগে এবং বিশ্বরূপ চট্টোপাধ্যায় বিশেষ সহযোগিতায় এই অভিনব পরিষেবার সূচনা করা হয়েছে, গ্রামের ৫ টি স্থানে বসানো হয়েছে ফ্রি ওয়াই-ফাই সিস্টেম ৷ বিজয়া সম্মেলনী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান থেকে এই কর্মসূচির সূচনা করা হয়, পাশাপাশি এলাকার বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয় ৷ ওই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের স্বনামধন্য ক্রীড়াবিদ ও বিশিষ্ট সমাজসেবী ইসমাইল সরদার ৷ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইসমাইল সরদার এ দিন সম্প্রীতির বার্তা দেন ৷ ধর্মীয় বিভেদ, জাতিবিদ্বেষ ভুলে সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার পক্ষে বক্তব্য রাখতে গিয়ে ইসরাইল এবং ফিলিস্তিনের ভয়াবহ যুদ্ধের কঠিন পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়ে শান্তি কামনা করেন ৷ চারঘাট এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি, আগামী দিনেও যেন আমরা পরস্পর পরস্পরকে ভাই ভাই মনে করে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে চলতে পারি সেই কামনাই করি ৷’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct