আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: মহর্ষির দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায় ব্রাত্য রবীন্দ্রনাথের ফলক বসানো হয়েছে। এই মর্মে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ট্রাস্টের সম্পাদক। দ্রুত ওই ফলক অপসারণ করতে হবে, এই দাবিতে অভিযোগ দায়ের হল। এদিন উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। অভিযোগ, যে শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে, সেটি শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায়। অনুমতি না নিয়েই বিশ্বভারতী কর্তৃপক্ষ ব্রাত্য রবীন্দ্রনাথের বিতর্কিত ফলক বসিয়েছেন৷ তাই ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে শান্তিনিকেতন থানার দ্বারস্থ হল মহর্ষির ট্রাস্ট৷। শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, “শান্তিনিকেতন ট্রাস্টের জমিতে ফলক বসানো হয়েছে। কোন অনুমতি নেয়নি। তাই আমরা বিশ্বভারতীর প্রশাসনিক প্রধান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করলাম।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct