সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: জলপাইগুড়ি জেলা পরিষদের জায়গা দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। আর যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলায়। অভিযোগ জলপাইগুড়ি জেলা জুড়ে অবাধে বেদখল হয়ে যাচ্ছে জেলা পরিষদের সরকারি জায়গা। সব জেনেও নিরব জেলাপরিষদ কর্তৃপক্ষ থেকে স্থানীয় প্রশাসন। ধূপগুড়ি ব্লকের অন্তর্গত বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুলের ঠিক কাছেই জলপাইগুড়ি জেলা পরিষদের দুই কাঠা সরকারি জায়গা দখল করে পার্টি কার্যালয় তৈরি করে তৃণমূলের কিছু নেতৃত্ব। এমনকি জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে পার্টি অফিস তৈরির পাশাপাশি ঘর বানিয়ে তা ভাড়াও দিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল এর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে বিরোধীরা। প্রশ্ন উঠছে কি করে সরকারের ক্ষমতায় থাকা দল অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস বানালো, পুলিশ প্রশাসনের চোখের সামনে? যেখানে তিন তিন জন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রয়েছেন? তাহলে আইন কি শুধু সাধারণ মানুষের জন্য?
এদিকে সরকারি জায়গায় পার্টি করার বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রতাপ রায় বলেন, জেলাপরিষদের সরকারি জায়গা মানে খাস জায়গা। যে কেউ অফিস দোকান বানাতেই পারে। সরকারের যখন লাগবে ছেড়ে দেব।বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে কোন আইন কানুন বলতে কিছু নেই। তৃণমূল কংগ্রেস নিজেই সরকারি জায়গা দখল করে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া এলাকায় জেলা পরিষদের জায়গা দখল করে তৃণমূলের কার্যালয় তৈরি করেছে। বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি জায়গা দখল হচ্ছে লুট হচ্ছে। সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে অথচ প্রশাসন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে।সিপিআইএম নেতা জয়ন্ত মজুমদার বলেন গোটা ব্লকে তৃণমূলের নেতারা জলাভূমি ভরাট করে বিশাল বিশাল বাড়ি তৈরি করেছে। বারঘোরিয়াতে জেলা পরিষদের জায়গা দখল করে তৃণমূল পার্টি অফিস তৈরি করেছে। সেই পার্টি অফিসে তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ গিয়ে বসে। পৌরসভা বোর্ড অফ কাউন্সিলের মেম্বারের বাবা শহরের ড্রেন দখল করে তার উপরে দোকান করে বসে আছে। তৃণমূল যে যাই করবে তার কোন আইনত পদক্ষেপ হবে না তাদের সাত খুন মাপ।জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার স্বীকার করে নেন জলপাইগুড়ি জেলা পরিষদের বহু জায়গা দখল হয়ে গেছে। জেলা পরিষদের জায়গায় দখল করে পার্টি অফিস তৈরির বিষয়টি তিনি শুনেছেন। নতুন বোর্ড গঠন হয়েছে মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, বেআইনি ভাবে দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct