নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, আপনজন: ঘাটাল পাঁশকুড়া রাস্তা সংস্কার এবং সম্প্রসারণের কাজ এক মাসের মধ্যে শেষ হবে,চার নভেম্বর শনিবার, ঘাটালে এই কথা বলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশিদ আলী কাদরী।এদিন তিনি ঘাটাল টাউন হলে ডেভেলপমেন্ট রিভিউ মিটিং করেন। ছিলেন এডিএম কেমপা হোনাইয়া পশ্চিম মেদিনীপুর জেলা সভাধিপতি প্রতিভা মাইতি সহ ঘাটাল মহকুমার সমস্ত দপ্তরের আধিকারিক ও কর্তারা।বিভিন্ন ব্লকের উন্নয়নমূলক কাজগুলি নিয়ে মিটিংয়ে পর্যালোচনা হয়।।পরে জেলাশাসক সাংবাদিকদের বলেন সামগ্রিক উন্নয়ন নিয়ে মিটিং হয়েছে। পথশ্রী সহ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন নিয়ে পর্যালোচনা হয়েছে।দাসপুর দুই এবং ঘাটাল ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর কাজে একটু গতি কম। এই কাজে গতি আনার কথা বলা হয়েছে।তবে সামগ্রিকভাবে ঘাটাল মহকুমার উন্নয়নের বিভিন্ন কাজগুলি ভালোভাবে এগিয়ে চলেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জেলাশাসক জানান।পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন সভাধিপতি প্রতিভা মাইতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct