আপনজন ডেস্ক: ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের তিন দিন আগে নারায়ণপুর জেলায় শনিবার মাওবাদীদের হাতে রতন দুবে নামে বিজেপি এক নেতা নিহত হয়েছেন। নারায়ণপুর জেলা বিজেপির সহ-সভাপতি রতন দুবেকে ৭ ও ১৭ নভেম্বর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের প্রচারের সময় কৌশলনগর গ্রামের বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং জড়িতদের ধরার চেষ্টা চলছে বলেও বলে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে।এই ঘটনায় শোক প্রকাশ করে বিজেপি নেতা ওম মাথুর বলেন, ছত্তিশগড় বিজেপির নারায়ণপুর বিধানসভার আহ্বায়ক এবং নারায়ণপুর জেলা সহ-সভাপতি রতন দুবেজিকে মাওবাদীরা নৃশংসভাবে হত্যার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এর আগে গত ২০ অক্টোবর মোহলা-মানপুর-আম্বাগড় চৌকি জেলার সারখেদা গ্রামে সন্দেহভাজন মাওবাদীরা বিজেপি কর্মী বিরজু তারামকে গুলি করে হত্যা করে। নারায়ণপুর ২০টি বিধানসভা আসনের মধ্যে একটি যেখানে ৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯০ সদস্যের বিধানসভায় দ্বিতীয় দফার ভোট হবে ১৭ নভেম্বর এবং ভোট গণনা হবে ৩ ডিসেম্বর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct