আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের যোগী সরকার সীতাপুর জেলার আমানুল্লাহপুর গ্রামের নাম পরিবর্তন করে ‘জামনা নগর’ করেছে। অতিরিক্ত মুখ্য সচিব রাজস্ব সুধীর কুমার গর্গ ৩ নভেম্বর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সীতাপুরের জেলা ম্যাজিস্ট্রেট লখনউয়ের বিভাগীয় কমিশনারের কাছে প্রস্তাব পাঠান, যিনি এটি অনুমোদন করেন এবং রাজস্ব পরিষদকে এটি বিবেচনা করতে বলেন। এর ভিত্তিতে ভূমি ব্যবস্থাপনা কমিটি সরকারের কাছে প্রস্তাব পাঠায়। এরপর সরকারি পর্যায় থেকে গ্রামের নাম পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত মুখ্য সচিব কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উত্তরপ্রদেশ রাজস্ব আইনে প্রদত্ত সুবিধার ভিত্তিতে গ্রামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন আমানুল্লাহপুর যমুনা নগর হিসেবে পরিচিতি পাবে। উল্লেখ্য, অগাস্টেই সীতাপুর জেলার আমানুল্লাহপুর গ্রাম সহ রাজস্থানের একটি রেলস্টেশন ও তিনটি গ্রামের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার উদয়পুর জেলার কান্নোদ তহসিলের ‘খামওয়াত কা খেদা’-র নাম ‘খেম সিং জি কা খেদা’ এবং যোধপুর জেলার ফলোদি তহসিলের ‘বেঙ্গাটি কালা’-এর নাম পরিবর্তন করে ‘বেঙ্গাতি হারবজি’ করেছে। জালোর জেলার সাইলা তহসিলে ‘ভান্ডোয়া’-এর নাম পরিবর্তন করে ‘ভান্দুপোরা’ রাখার সুপারিশ করা হয়। উত্তরপ্রদেশের সীতাপুর জেলার আমানুল্লাহপুরের নাম বদলে যমুনা নগর করার জন্যও এনওসি দেওয়া হয়েছিল। এছাড়াও, স্বরাষ্ট্র মন্ত্রক ওডিশার খোর্ধা বিভাগের হরিদাসপুর-প্রদীপের রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ওদেগিরি-রত্নাগরী রোড রেলওয়ে স্টেশন করার অনুমোদন দিয়েছে। কর্মকর্তারা বলছেন যে ডাক বিভাগ এবং ভারতীয় জরিপ বিভাগ থেকে এনওসি পাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রককে একটি স্থান বা স্টেশনের নাম পরিবর্তনের অনুমোদন দিতে হবে। এই বিভাগগুলিকে নিশ্চিত করতে হবে যে তাদের রেকর্ডে প্রস্তাবিত নামের মতো কোনো শহর বা গ্রাম নেই। কর্মকর্তাদের মতে, একটি গ্রাম বা শহর বা স্টেশনের নাম পরিবর্তন করতে একটি নির্বাহী আদেশের প্রয়োজন হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct