আপনজন ডেস্ক: গলায় মাছের কাঁটা বাঁধা মোটেও হালকাভাবে নেওয়া যায় না। তাই কাঁটা বিঁধলে আসলে কোন পদ্ধতিতে সহজে ও নিরাপদে সেটা বের করে ফেলা সম্ভব, সে-সম্পর্কে জানতে হবে। আবার এমন কিছু পদ্ধতিও আছে যা প্রচলিত হলেও ঠিক নয়। মাছের কাঁটা সাধারণত গলার টনসিলে আটকায়। মাছের কাঁটা গলায় আটকালে প্রথমে আয়নার সামনে গিয়ে বড় হাঁ করে কাঁটার অবস্থান দেখার চেষ্টা করতে হবে। যদি কাঁটাটা দেখা যায়, তাহলে চেষ্টা করতে হবে, সেটা নিজের হাতে বের করার। এভাবে না হলে জোরে কাশি দিয়ে কিংবা মুখে জোরে জোরে শব্দ করে কাঁটা বের করার চেষ্টা করতে হবে। অনেকে আবার গলায় কাঁটা আটকালে শুকনো ভাত বা কলা খেতে কিংবা গলায় চাপ দিতে বলে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা ভুল পদ্ধতি। গলায় কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে কোনো কিছু গেলা ও খাওয়া বন্ধ করতে হবে। বরং গলায় কাঁটা বিঁধলে মুখে জল দিয়ে বারবার গড়গড়া করতে হবে। গড়গড়ার সঙ্গেই সেটি বের হয়ে আসার সম্ভাবনা বেশি থাকে। একান্ত কাঁটা না বেরিয়ে আসলেও ক্ষতি নেই। কাঁটা মাংসের ভেতরে ঢুকে গেলে চিন্তার কোনো কারণ নেই। কারণ, মানবদেহের ইমিউন সিস্টেম সেই কাঁটা সহেজে ধ্বংস করে ফেলতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct