আপনজন ডেস্ক: হ্যাকাররা আপনার ফেসবুককে টার্গেট করতে পারে। আর একবার নিরাপত্তার দেওয়াল ভেদ করতে পারলে সহজেই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিতে পারবে তারা। ব্যবহারকারীদের জন্য এ ধরনের অভিজ্ঞতা রীতিমতো উদ্বেগজনক। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে মনে হলে বেশকিছু পদক্ষেপের মাধ্যমে পুনরায় সেটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব। আর একবার অ্যাকাউন্ট ফেরত পাওয়ার পর হ্যাকারদের হাত থেকে তা নিরাপদ রাখতে আপনার সিকিউরিটি সেটিংস রিভিউ করাও জরুরি। অ্যাকাউন্ট হ্যাক হলে সবার আগে রিপোর্ট করতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারার অন্যতম কারণ হচ্ছে হ্যাক হওয়া। হ্যাকার আইডিতে প্রবেশ করে লগডইন সেশন ও ক্রিডেনশিয়াল পরিবর্তন করে দিলে লগ ইনে সমস্যা হয়। এমন পরিস্থিতিতে পড়লে ফেসবুক ডটকম স্ল্যাশ হ্যাকড লিংকে প্রবেশ করে হ্যাক হওয়ার বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। পরবর্তী সময় ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত ই-মেইল ঠিকানা বা ফোন নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট রিকভার করতে সাহায্য করবে। ব্যবহারকারী যদি সেটিংসের চুজ ফ্রেন্ডস টু কনট্যাক্ট ইফ ইউ গেট লকড আউট অপশনটি চালু রাখে, তাহলে পরবর্তী সময়ে এ ফাংশন ব্যবহার করে প্রয়োজনীয় সময় অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যাবে। এ ফাংশনের মাধ্যমে তিন-পাঁচজন বিশ্বস্ত ব্যক্তিকে বাছাই করা যাবে। এই ফিচার চালু করতে হলে লগইন পেজের ফরগটেন অ্যাকাউন্ট অপশন নির্বাচন করতে হবে। এরপর ই-মেইল বা ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট সার্চ করতে হবে। অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার পর পূর্বনির্ধারিত বিশ্বস্ত ব্যক্তিদের নাম প্রবেশের সুযোগ পাওয়া যাবে। তাদের কাছে এরপর একটি অ্যালার্ট এবং লিংক পৌঁছে যাবে, যাতে কেবল তারাই প্রবেশ করতে পারবেন। অ্যাকাউন্ট পুনরুদ্ধার হয়ে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে গিয়ে পাসওয়ার্ড পরবর্তন অথবা ইউজ টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টুএফএ চালু করা খুবই জরুরি। এক্ষেত্রে অ্যাকাউন্টের ডাটায় অ্যাকসেস রয়েছে এমন যেকোনো সন্দেহজনক বা ক্ষতিকর অ্যাপ্লিকেশন মুছে দেওয়ার পরামর্শ দেয় ফেসবুক। আপনি সেটিংসের অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অপশন থেকে বর্তমানে ব্যবহৃত হচ্ছে না এমন বা আপনার পরিচিত নয়, এমন অ্যাপস খুঁজে বের করে তা রিমুভ করে দিতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct