ইরাকি নাগরিককে অামেরিকা থেকে ফেরত পাঠানোর সিদ্ধান্তের উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল মিশিগানের ফেডারেল আদালত। সোমবার মার্কিন ডিস্ট্রিক্ট জাজ মার্ক গোল্ডস্মিথ ইরাকি নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন। এর আগে অন্তত ১০ জুলাই পর্যন্ত সিদ্ধান্তটি স্থগিত করার আদেশ দিয়েছিল মার্কিন ফেডারেল অাদালত৷ তবে, এই স্থগিতাদেশের বহালের বিরুদ্ধে ট্রাম্ট সরকার আপিল করবে কিনা সে ব্যাপারে এখনও জানা যায়নি।
এর অাগে প্রায় হাজার দেড়েক ইরাকিকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিল ট্রাম্প সরকার। এদের মধ্যে ১৯৯ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মতো অপরাধের অভিযোগ ছিল। মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তাদের দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছিল৷ এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। অবশেষে তাদের পক্ষে রায় দেন মার্কিন ডিস্ট্রিক্ট জাজ মার্ক গোল্ডস্মিথ।
যেসব ইরাকিদের দেশে ফেরত পাঠানো হচ্ছিল তাদের বেশিরভাগই খ্রিস্টান, সুন্নি মুসলিম ও ইরাকি কুর্দি যারা ইরাকের সংখ্যালঘু সম্প্রদায়। ইরাকে ফেরত পাঠানো হলে তারা নির্যাতন ও হত্যার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মার্কিন সিভিল লিবার্টিস ইউনিয়ন। তাদের সঙ্গে একমত পোষণ করেন গোল্ডস্মিথও। তিনি জানান, ‘এমন ঘটনা সরকার চায় না। তাই তাদের সরানো ঠিক হবে না।’ মার্কিন সিভিল লিবার্টিস ইউনিয়নের আবেদনে সাড়া দিয়ে সাময়িক স্থগিতাদেশটি দেন গোল্ডস্মিথ। আর সোমবার মিশিগানের ফেডারেল বিচারপতিও স্থগিতাদেশ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct