আপনজন ডেস্ক: গিলবোয়া কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর চড়াও হয় ইসরায়েলি বিশেষ বাহিনীর ইউনিটগুলো। সেখানেই ফিলিস্তিনি বন্দীদের অমানবিকভাবে মারধর করে তারা। হামাসের ওপর হামলার পর থেকে এ পর্যন্ত ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত ৭ অক্টোবরের আগে ইসরায়েলি কারাগারে ৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি বন্দী ছিলেন। তবে এই কয়েক দিনের মধ্যে বন্দীর সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে। সেই জেল থেকে পালিয়ে বাঁচা এক বন্দী জানান, ইসরায়েলি বাহিনী চিৎকার করে সব বন্দীর ঘরে ঢুকে মাথায় হাত রেখে হাঁটু গেড়ে বসতে বলে। তারপর তারা কিলঘুষি-লাথির সঙ্গে লাঠি দিয়েও নির্দয়ভাবে পেটাতে শুরু করে।এমনকি ডায়াবেটিসে আক্রান্ত রোগীকেও ছাড় দেয়নি । প্রতিদিন তিনবার করে ইনসুলিন নিতে হয়, এমন এক বন্দীর সঙ্গেও পশুর মতো আচরণ করে ইসরায়েলি বাহিনী। প্রায় দুই ঘণ্টা সবাইকে পেটানো হয়। এতে ওই বন্দী যেভাবে রক্তাক্ত হন, আমরা আশঙ্কা করছিলাম তাঁকে আর বাঁচানো যাবে না। বন্দীদের এভাবে পেটানোর পর কারাগারে ওই ঘরগুলির সব জায়গা চাপ চাপ রক্ত পড়ে থাকে।তাদের মধ্যে মানবিকতা বলতে কিছু ছিল না। যারা বৃদ্ধ ও অসুস্থ মানুষকে এভাবে পেটাতে পারে তারা মানুষ হয় কী করে? সাম্প্রতিক ফিলিস্তিনি বন্দীদের মারধর-নির্যাতন, গালাগাল এবং হেনস্তার বেশ কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলের এ নির্যাতনকে ২০০৩ সালে ইরাকের আবু গারিব কারাগারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নির্যাতনের সঙ্গে তুলনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct