আপনজন ডেস্ক: বিগত ২৯ দিন ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। এই ক'দিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনী ১৮ হাজার টনের বেশি বোমা ফেলেছে। আক্রমণের তীব্রতা এতটাই বেশি যে, বিগত দিনগুলোতে সব মিলিয়ে বিপুল সংখ্যক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সেই সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই। আহত হয়েছে আরও অন্তত ২৬ হাজার। এদিকে, নির্বিচারে ইসরায়েলি বোমা হামলায় প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন বিপুল পরিমাণ মানুষ। গাজাবাসীর অভিজ্ঞতা বলছে, চারপাশের বাতাসে শুধু বারুদ আর রক্তের গন্ধ। এ ব্যাপারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি।নিহতদের মধ্যে ৯ হাজার ১৫৫ জনই গাজার এবং বাকি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের। এ ছাড়া, ইসরায়েলি হামলায় আহত হয়েছে অন্তত ২৬ হাজার ২০০ জন। আহতদের মধ্যে ২৪ হাজার জনই গাজার অধিবাসী, বাকিরা পশ্চিম তীরের। গাজার শিফা হাসপাতালের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে একজন বলেন, তিনি, তাঁর সহকর্মীসহ একটি এলাকায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে হঠাৎ করেই ইসরায়েলি বাহিনী ড্রোন থেকে বিস্ফোরক ফেলে। ইসরায়েলি সেই হামলায় তিনি হিন্দ আহত না হলেও তাঁর এক চাচাতো বোন আহত হন। পরে তাঁকে নিয়ে সেখান থেকে তাঁরা আল-শিফা হাসপাতালে যান। হাসপাতালটির চারদিকে কেবল মানুষের দেহের ছড়াছড়ি। কিন্তু তাদের কোনো ধরনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কোনো বেড নেই, কোনো স্ট্রেচার নেই, নেই কোনো ডাক্তার। চারদিকে কেবল রক্ত আর রক্তের গন্ধ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct