জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে পুরুলিয়া ডিসট্রিক্ট বিড়ি কারিগর ইউনিয়ন ও সমস্ত শাখা সংগঠন একত্রিত হয়ে শুক্রবার ঝালদা বাঁধাঘাট সিটু অফিস থেকে ঝালদা সাব ডিভিশন ইলেকট্রিক অফিস পর্যন্ত জনস্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটার না বসানোর দাবি নিয়ে ও বিদ্যুৎ বিল বাতিলের প্রতিবাদে ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল করা হয় সিটুর পক্ষ থেকে। এদিন বিক্ষোভ সভা থেকে সিটুর নেতৃত্বরা বলেন, কৃষক আন্দোলনের চাপে বিদ্যুৎ বিল কার্যকর করতে না পেরে কেন্দ্রের জনবিরোধী মোদী সরকার নতুন স্কিম এনেছে তা হল স্মার্ট মিটার। অর্থাৎ বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারি ভাবে তুলে দেওয়া। স্মার্ট মিটার চালু হলে আম জনতার নাগালের বাইরে চলে যাবে বিদ্যুতের খরচ। শুধু তাই নয় স্মার্ট মিটারে টাকা ফুরিয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তা কোন মতেই মেনে নেওয়া সম্ভব নয়। তাদের দাবী বিদ্যুৎকে মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত করতে হবে তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয় কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে। উপস্থিত ছিলেন পুরুলিয়া ডিসট্রিক্ট বিড়ি কারিগর ইউনিয়নের সভাপতি কমরেড ভীম কুমার , সাধারণ সম্পাদক কমরেড সহরই কুমার, ছাত্র নেতৃত্ব কমরেড নারায়ণ মাহাত সহ সি আই টি ইউ এর অন্যান্য নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct