সারিউল ইসলাম, বহরমপুর, আপনজন: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে মডেল হিসেবে ব্যবহার করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশিকা অনুযায়ী, দালাল চক্র রুখতে মুর্শিদাবাদে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে অস্ত্রপচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, আর তারপর থেকে গত চার মাসে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অর্থপেডিক অস্ত্রপচার দুশো শতাংশ বেড়ে যায়। আর তাই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অর্থপেডিক অস্ত্রপচার শুধুমাত্র সরকারি হাসপাতালে করানোর জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালকে মডেল হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যসাথী কার্ডে দালালচক্র রুখতে শুধুমাত্র সরকারি হাসপাতালে অর্থপেডিক অস্ত্রপাচার হবে বলে রাজ্য স্বাস্থ্যদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এক রোগী জাহিদুল ইসলাম বলেন, ‘রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে হাড় ভেঙে যায়, তারপর সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যস্বাথী কার্ডে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আমার অর্থপেডিক অস্ত্রোপচার হয়েছে, এখন আমি সুস্থ।’ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডঃ অমিত দাঁ বলেন, ‘মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজকে প্রথমবার সুযোগ দেওয়ায় এবং হাসপাতালে নতুন নতুন অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি আসায় আমরা সফলতা পেয়েছি। যে রোগী আসছে আমরা তাকে রেফার করছি না, চ্যালেঞ্জ নিয়ে দু-তিনদিনের মধ্যে এখানেই তার অস্ত্রপচার করছেন ডাক্তারবাবুরা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct