দেবাশীষ পাল, মালদা, আপনজন: প্রায় পাঁচ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, আইহো গ্রাম পঞ্চায়েতের আইহো দাতব্য চিকিৎসালয়। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ স্বাস্থ্য পরিষেবা এমনই অভিযোগ এলাকাবাসী।আইহো অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ এই দাতব্য চিকিৎসালায় বন্ধ হয়ে যাওয়া ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এখন যে কোন সমস্যা হলে যেতে হয় মালদা নয়তো বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে।এই দাতব্য চিকিৎসালয় থাকাকালীন বেশ পরিষেবা পেতেন আইহো অঞ্চলের বাসিন্দারা।এই চিকিৎসালয়ে ঘরে এখন গড়ে উঠেছে সাধারণ মানুষের বসবাস,প্রায় পাঁচ বছর আগে থেকে এই দাতব্য চিকিৎসালয় চিকিৎসার সব রকম সুবিধা পেতেন এলাকাবাসী নিয়মিত ডাক্তার বসতেন এই চিকিৎসালয় হসপিটালে বেডো ছিলএই চিকিৎসালয়ে। এখন বেহাল অবস্থায় তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে এই দাতব্য চিকিৎসালয়। এলাকাবাসীরা জানান এই চিকিৎসালায় খোলা হলে অনেক উপকৃত হবে এলাকাবাসী থেকে শুরু করে বিভিন্ন এলাকার বাসিন্দারা আগে বহু দূর দুরান্ত থেকে এই চিকিৎসালায় চিকিৎসা করাতে আসতেন সাধারণ মানুষ, যদিও আস্তে আস্তে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে আর এখন দেখা নেই কারোরই চিকিৎসালয় ঘরগুলিও তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে কেউ আবার ঘরগুলি দখল করে নিজের ব্যবহার করছেন। জেলা পরিষদের তরফ থেকে এই দাতব্য চিকিৎসালায় তৈরি করা হয়েছিলো। এই বিষয়ে জেলা পরিষদের সহসভাধিপতি রফিকুল হোসেন বলেন,হবিবপুর ব্লকের আইহো দাতব্য চিকিৎসালয় টি বর্তমানে বন্ধ রয়েছে। তাখুব শীঘ্রই আমরা খোলার ব্যবস্থা করব স্বাস্থ্য অধিকারীদের নিয়ে বসে আলোচনা করা হবে। ঐ এলাকাবাসিন্দাদের চিকিৎসার জন্য প্রায় ৫ কিলোমিটার দূরে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার করাতে যেতে হয়। তাদের সমস্যা পরতে হছে। সেদিকে নজর রেখে আইহো দাতব্য চিকিৎসালয়টি পুনরায় খোলার ব্যবস্থা করা হবে বলে জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct