মোল্লা মুয়াজ ইসলাম, খণ্ডঘোষ, আপনজন: দক্ষিণ দামোদর প্রেসক্লাব দক্ষিণ দামোদর তথা রায়না খণ্ডঘোষ মাধবদিহির বিস্তীর্ণ অঞ্চলের সংবাদ পরিবেশন করে থাকে। খবর পরিবেশন ছাড়াও দক্ষিণ দামোদরে কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য জেলা রাজ্য তথা দেশবাসীর কাছে পৌঁছানোর চেষ্টা করে। এই এলাকায় যারা প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা যোগদান করেন বা বদলি হয়ে যান তাদেরকে শুভেচ্ছা জানিয়ে থাকে এই প্রেসক্লাব । কয়েকদিন আগে খন্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার বদলি হয়ে শিলিগুড়িতে ডিএম ডিসি হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। বিডিও সত্যজিৎ কুমার এর জায়গায় খন্ডঘোষ ব্লকের নতুন বিডিও অভিক কুমার ব্যানার্জি যোগদান করেছেন। এই নতুন বিডিও কে সংবর্ধনা দেওয়া হল দক্ষিণ দামোদর প্রেসক্লাবের পক্ষ থেকে।উল্লেখ্য অভীক বাবু এর আগে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ব্লকের বিডিও ছিলেন। শুক্রবার দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ প্রদীপ মণ্ডল সহ অন্যান্য সাংবাদিকরা হাজির হয়ে অভীক বাবুর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ক্যামেরার মুখোমুখি হয়ে গোটা ব্লক বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিক কুমার ব্যানার্জি।তিনি বলেন খণ্ডঘোষ ব্লকের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাবেন। ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধশালী খণ্ডঘোষকে সাংবাদিকদের সহযোগিতায় আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রেস ক্লাবের সম্পাদক ও কোষাধ্যক্ষ ছাড়া সাংবাদিক শফি কামাল, কল্যান আশীষ দত্ত, সুশান্ত বিশ্বাস ও মোল্লা মুয়াজ ইসলাম উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct