নিজস্ব প্রতিবেদক, জঙ্গিপুর, আপনজন: আবারও খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।অতর্কিত হামলা চালিয়ে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ অ্যাডভান্স জঙ্গিপুর নিউজের সম্পাদক আব্দুস সামাদকে। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি। আক্রমণকারী দুষ্কৃতীর নামে লিখিত অভিযোগ দায়ের থানায়। জানা যায় গত বুধবার উদ্বোধন হয়েছে জঙ্গিপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের। খেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার খেলাকে কেন্দ্র করে খেলার রেফারি ও কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বাক বিতন্ডা শুরু হয় আক্রমণকারী দুষ্কৃতি ও তার দলবলের সঙ্গে।প্রত্যক্ষদর্শীদের মতে সেই মুহূর্তের ফুটেজ কভারেজ করছিলেন সাংবাদিক আব্দুস সামাদ, আর সেই ফুটেজ কভারেজ করায় অতর্কিত ভাবে চড়াও হয় । শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ ,মারতে থাকে কিল ঘুষি। জানা যাচ্ছে প্রধান আক্রমণকারীর নাম রাজু শেখ ওরফে রাজ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তেঘরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে পরবর্তীতে রেফার করা হয় জঙ্গিপুর মহাকুমা হসপিটালে। বর্তমানে সেখানেই চিকিৎসা রত অবস্থায় ভর্তি রয়েছেন।রঘুনাথগঞ্জ থানায় জানানো হয়েছে লিখিত অভিযোগ। তবে এখনো গ্রেপ্তার হয়নি কেউ। সূত্রের খবর তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct