আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বেহায়া নির্লজ্জ উপাচার্যের জন্য শান্তিনিকেতনে পর্যটকদের আসার সংখ্যা কমে গেছে। ফলক বিতর্কে শান্তিনিকেতনে তৃণমূলের অস্থায়ী ধর্না মঞ্চে হাজির হয়ে বললেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শান্তিনিকেতনে চলছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। শান্তিনিকেতন হস্তশিল্প সমিতির মার্কেটের সামনে তৃণমূলের এই ধর্ণা শুক্রবার অষ্টম দিন। এদিন অবস্থান বিক্ষোভ মঞ্চে শামিল হয়েছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা বাংলা সংস্কৃতি মঞ্চে সভাপতি সামিরুল ইসলাম। এদিন সামিরুল বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশ্বভারতীর উপাচার্য নির্লজ্জ বেহায়া। বিদ্যুৎ চক্রবর্তীর আমলে শান্তিনিকেতনে পর্যটকদের আসার সংখ্যা কমে গেছে। শান্তিনিকেতন বাঙালির গর্বের স্থান। যে মাটিতে দুটি নোবেল জয়ী কে পেয়েছি আমরা। উপাচার্য শান্তিনিকেতন পৌষ মেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছে। এই উৎসব গুলি বাঙালির কৃষ্টি-কালচার এর মধ্যে পড়ে। যা ধ্বংস করছে উপাচার্য বিদ্যুৎ। পাশাপাশি এই উৎসব বন্ধ করে বোলপুর শান্তিনিকেতন তথা বীরভূম জেলার মানুষের পেটে লাথি মেরেছে বিদ্যুৎ চক্রবর্তী। তাই সবাই মিলে দলমত নির্বিশেষে এগিয়ে আসুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct