আপনজন ডেস্ক: গাজায় ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে কঠোর কর্মসূচি নিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকরা। তাঁরা প্রেসিডেন্ট বাইডেনকে যুদ্ধবিরতি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গত ১ নভেম্বর ফেডারেল কোর্ট হাউসের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে দেশটির ন্যাশনাল মুসলিম ডেমোক্রেটিক কাউন্সিলের সদস্যরা এ আহ্বান জানান। এতে যুদ্ধবিরতির বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া না হলে বাইডেনের পক্ষে ভোট না দেওয়ার কথা বলা হয়। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস মিনেসোটা শাখার নির্বাহী পরিচালক জয়নাল হুসেন বলেন, মুসলিমরা ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের পক্ষে দ্বিধাহীনভাবে ভোট দিয়েছেন। তবে এখন ৫০ হাজারেরও বেশি মুসলিম ভোটার বাইডেনকে ভোট দেবেন না। এমনকি অনেক অমুসলিমও তাঁকে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। তা ছাড়া যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক মুসলিম নেতা আগামী নির্বাচনে বাইডেনকে ভোট না দেওয়ার আহ্বানে যোগ দিয়েছেন।যুক্তরাষ্ট্রের মিশিগান, ওহাইও ও পেনসিলভানিয়া সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য। মূলত এসব অঙ্গরাজ্যের ফলাফলের ওপর ডেমোক্রেটিক পার্টির নির্বাচনের ফল নির্ভর করে। এখানকার মুসলিম নেতারা ইসরায়েলি আগ্রাসন সমর্থনকারী প্রার্থীদের বিরুদ্ধে মুসলিম ভোটারদের ঐক্যবদ্ধ করার ঘোষণা দেন। তাঁরা ‘২০২৩ যুদ্ধবিরতির আলটিমেটাম’ শিরোনামের খোলা চিঠিতে ওই সব প্রার্থীকে সমর্থন বা ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।মুসলিম আমেরিকান নাগরিক গোষ্ঠী এমগেজের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে ১.১ মিলিয়ন মুসলিম ভোট দিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস এক্সিট পোল সূত্রে জানা যায়, ৬৪ শতাংশ মুসলিম বাইডেন এবং ৩৫ শতাংশ তাঁর প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। আরব আমেরিকান ইনস্টিটিউটের তথ্য মতে, ৩.৭ মিলিয়ন আমেরিকান আরব দেশগুলোর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে। গত ৩১ অক্টোবর সংস্থাটির প্রকাশিত ভোটের ফলাফল থেকে জানা যায়, বাইডেনের পক্ষে তাদের সমর্থন উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct