সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ চলছিল। সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার অভিযোগ। বিক্ষোভ দেখিয়ে রাস্তা তৈরির কাজ আটকালেন বাসিন্দারা। ঘটনাটি বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের কেলিয়াপাথর মোড়ের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন রানীবাঁধের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি। রানীবাঁধ ব্লকের রাজাকাটা পঞ্চায়েতের কেলিয়াপাথর মোড় থেকে রাজাকাটা চৌধুরীপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা প্রথশ্রী প্রকল্পে পিচ ঢেলে রাস্তা পাকা করার কাজ চলছিল। দীর্ঘদিন ধরে ওই রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। পথশ্রী প্রকল্পে রাস্তা নতুন ভাবে তৈরি করার কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবে খুশি হয়েছিলেন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী রাজাকাটা, খেড়িয়াশাই, কাশীডাঙ্গা, বিরখাম, কামারখুলি সহ নয় দলটি গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরিতে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি বারবার মৌখিকভাবে বলা হয়েছিল রাস্তা নির্মাণকারী ঠিকাদার থেকে কর্মীদের। অবশেষে গতকাল কেলিয়াপাথর মোড়ের নিকটে ওই রাস্তার ওপর বিক্ষোভ দেখিয়ে রাস্তা তৈরীর কাজ আটকে দেন বাসিন্দারা। খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন রানীবাঁধের বিডিও শিবব্রত বন্দ্যোপাধ্যায় ও রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মন্ডল। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বরাতপ্রাপ্ত ঠিকাদারকে আজ দেখা করতে বলেন বিডিও। পাশাপাশি বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কাজ ও বন্ধ রাখার কথা বলেন তিনি। সেই মতো আজ ঘটনাস্থলে পৌঁছায় বরাতপ্রাপ্ত ঠিকাদার, বিডিও সহ বাসিন্দারা। দীর্ঘক্ষণ আলোচনা হয়। বাসিন্দারা জানান, আলোচনা শেষে বিডিও বলেছেন একটি অভিযোগ পত্র ব্লক প্রশাসনের নিকট জমা করতে। বাসিন্দাদের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর কাজ করা চলবে না। অবিলম্বে সঠিক সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরীর কাজ শুরু করতে হবে। বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা রানীবাঁধ ব্লক তৃণমূলের সভাপতি চিত্তরঞ্জন মাহাতো জানান, আমরা চাই সঠিক সামগ্রী ব্যবহার করে নিয়ম মেনে রাস্তা তৈরি করা হোক। তাহলে বাসিন্দাদের সমস্যা মিটবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct