আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র লোকসভার এথিক্স কমিটির বিরুদ্ধে শুনানির সময় অপমানজনক প্রশ্ন করার অভিযোগ করেছিলেন। এবার তিনি নারীবিদ্বেষ থেকে সুরক্ষা ও শালীনতার মান বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মহুয়া এথিক্স কমিটির তদন্তকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে অভিহিত করে বলেন, এর একমাত্র উদ্দেশ্য তাঁকে সংসদ থেকে সাসপেন্ড করা। কমিটির শুনানির সময় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছিল বলে অভিযোগ করে মৈত্র বলেন, ‘আমি তদন্তের জন্য এবং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। তবে শালীনতার একটি লাইন থাকতে হবে যা উল্লেখ করা দরকার। আমি সস্তা এবং অবমাননাকর প্রশ্ন থেকে সুরক্ষা চাই। এ বিষয়ে আমি লোকসভার স্পিকারকেও চিঠি দিয়েছি।’ কৃষ্ণনগরের সাংসদ তদন্ত সম্পর্কিত যে কোনও প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, আমি লোকসভার স্পিকারকে বলেছি তাকে নোংরা, ঘৃণ্য নারীবিদ্বেষের বিরুদ্ধে আমাকে সুরক্ষা দিতে হবে। তদন্ত সম্পর্কিত যে কোনও কিছু, আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি। আমি আমার অবস্থান ১০০ বার পরিষ্কার করেছি। আমি যদি কোনও নিয়ম ভঙ্গ করি তবে আমাকে তা জানানো উচিত। মৈত্র ব্যাখ্যা দেন, তিনি ইতিমধ্যে তার লগইন আইডি এবং উপহার সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বলেছেন তিনি যা করেছেন তা অবৈধ নয়।তিনি আরও বলেন, ‘আমি প্রত্যন্ত নির্বাচনী এলাকা থেকে এসেছি। আমি কেবল মাত্র পোর্টালের লগইন এবং পাসওয়ার্ড ভাগ করে প্রশ্ন গুলি টাইপ করার জন্য কিছু সহায়তা পেয়েছি। ওটিপি ছাড়া কিছুই করা যায় না যা কেবল আমার ফোনে আসে। ওটিপি ছাড়া কিছুই জমা দেওয়া যায় না।তিনি প্রশ্ন তোলেন, সাংসদদের আইডি শেয়ার করা এবং লগইন করার ক্ষেত্রে এই নিয়ম বা প্রোটোকল কোথায়? তার দল তৃণমূল তাকে সমর্থন করছে কি না জানতে চাওয়া হলে মহুয়া বলেন, আমার দল কেন আমাকে সমর্থন করবে না? তারা আমাকে ইঙ্গিতে সমর্থন করছে। যেহেতু শুরুতে কোনও বিবৃতি ছিল না তার অর্থ এই নয় যে তারা আমাকে সমর্থন করছে না। এটা আশা করা যায় না যে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ইস্যুতে মন্তব্য করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct