আপনজন ডেস্ক: রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ফের হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তাদের বোমা বর্ষণে নিহত হয়েছেন অন্তত ৯০ জন ফিলিস্তিনি। যা নিয়ে ফের কড়া সমালোচনার মুখে পড়ল ইসরায়েলের সেনাবাহিনী। এ ব্যাপারে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে অবস্থিত দ্য ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. আতেফ আল কাহলৌত জানিয়েছেন, আইএএফের বুধবার রাতের অভিযানের পর অন্তত ৯০ জনের দেহ এসে পৌঁছেছে হাসপাতালটিতে। এই নিহতদের সবাই শরণার্থী ছিলেন। এর আগেও মঙ্গলবার রাতে জাবালিয়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গোষ্ঠী হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গত ২ দিনের হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে নিহত হয়েছেন অন্তত ২০০জন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১২০ জন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শেষে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে শিবিরটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ভিডিওচিত্রও ছড়িয়ে পড়েছে। সেসব চিত্রে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধংসস্তূপের মধ্যে হতাহতদের খোঁজ করছেন। যা নিয়ে সারা বিশ্ব থেকে উড়ে আসছে সমালোচনা।বিশ্বের প্রতিটি মুসলিম দেশ এর বিরোধীতা করেছে। এমনকি নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যদিও এ ব্যাপারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আল জাবালিয়া শরণার্থী শিবিরে হামাসের গোপন কমান্ড সেন্টার রয়েছে এবং হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান মোহাম্মদ আসার সেই শিবিরটিতে ছিলেন। তাই সেখানে হামলা চালানো হয়। তবে বুধবারের অভিযান নিয়ে তারা এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct