আজিম সেখ, রামপুরহাট, মোহাম্মদ সানাউল্লা, নলহাটি, আপনজন: বৃহস্পতিবার রামপুরহাট ১ নং ব্লকের সমস্ত তৃণমূল কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হলো রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক (কাজল শেখ), বীরভূম জেলা আই এন টি টি ইউ সি সভাপতি ত্রিদিব ভট্টাচার্য এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও তৃণমূল কর্মীরা। এদিন বিজয়া সম্মেলনের সভা থেকেই আগামী লোকসভা নির্বাচনে বিগত পঞ্চায়েত ভোটের মতোই সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আদায় করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। এই সভার মঞ্চে থেকে ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রামপুরহাট ১ নং ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি মানপত্র তুলে দেন কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের নব পঞ্চায়েত সভাপতি তপন কুমার মন্ডলের হাতে। এদিনের সভায় রামপুরহাট ১ নং ব্লকের সমস্ত অঞ্চলের সভাপতি এবং ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন তাদেরকে কড়া বার্তা দেন দলের মধ্যে থেকে কোনরকম দলবিরোধী কার্যকলাপ এবং বিবাদ বরদাস্ত করা যাবে না।
অন্যদিকে সদ্য পঞ্চায়েত নির্বাচনে ব্লকের ছ’টি পঞ্চায়েতের মধ্যে তিনটি পঞ্চায়েত তৃণমূলের হাত ছাড়া কেন হল। সেই প্রশ্ন রেখে ব্লক নেতৃত্বদের সতর্ক করে গেলেন বীরভূম জেলা সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। এদিন দুপুরে নলহাটি ২ নম্বর ব্লক তৃণমূলের নওয়াপাড়া হাই স্কুলে তৃণমূলের কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় সহ তৃণমূল নেতৃত্ব। সেই মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে কাজল শেখ বলেন, সুখে দুখে বিরোধীরা মানুষের পাশে থাকে না। তবুও বিরোধীরা তৃণমূলকে পরাজিত করে জয়ী হলো। এর জন্য দায়ী কে। যারা গ্রামে, অঞ্চলে, ব্লক বা উচ্চ স্তরে নেতৃত্ব দিচ্ছে তারা কি দায়ী। আগামী দিনে নেতৃত্বদের চলার পথ ঠিক করে নিতে বলেন। একই ভাবে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পরাজয়থেকে শিক্ষা নিতে বলেন সাংসদ শতাব্দী রায়। এদিন বিজয়া সম্মেলন অনুষ্ঠান শেষে নওয়াপাড়া অঞ্চলের বাঁকার পাহাড় এবং গোকুলপুর গ্রাম থেকে প্রায়এক হাজার কর্মী সমর্থক বাম কংগ্রেস সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। ছিলেন কাজল শেখ , সাংসদ শতাব্দী রায়, বিধায়ক অশোক চ্যাটার্জী, ত্রিদিব ভট্টাচার্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct