আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ও চিলি এবং কলম্বিয়া। গাজায়বেসামরিক মানুষ হত্যার কঠোর নিন্দা ও প্রতিবাদ এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পরামর্শের জন্য দুই দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের ২৪তম দিনে গতকাল (মঙ্গলবার) লাতিন আমেরিকার দুই দেশ এই পদক্ষেপ নেয়। ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত ৮ হাজার ৬০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার অর্ধেকের বেশি নারী ও শিশু। এরমধ্যে গতকালই গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ইহুদীবাদীরা ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।চিলি যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে এবং গাজা উপত্যকায়মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করার কথা বলেছে। দেশটি পরিষ্কারভাবে বলেছে, ইসরায়েল যুদ্ধের নামে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি আগ্রাসনকে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। এর আগে গতকাল বলিভিয়া ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct