সজিবুল ইসলাম ও রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: ছাত্র সংগঠন এসআইও মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের দাবিতে বিশাল পদযাত্রা ও ছাত্র সমাবেশ আয়োজিত হল। এদিন টেক্সটাইল মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বহরমপুর বাসস্ট্যান্ড অতিক্রম করে স্কোয়ার ফিল্ডে শেষ হয়। পদযাত্রা শেষে এক ছাত্র সমাবেশের মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দ নিজেদের বক্তব্য পেশ করেন। সব মিলিয়ে প্রায় ২ হাজার ছাত্র আজকের পদযাত্রায় অংশগ্রহণ করে। এসআইও অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি রামিস ইকে পদযাত্রায় অংশগ্রহণ করেন। ছাত্র সমাবেশে তিনি বলেন, “মুর্শিদাবাদ জেলার মতই সারা দেশে যেখানেই সংখ্যালঘু বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস সেখানেই শিক্ষা সহ সার্বিক দিক থেকে উন্নয়নের প্রতি সরকারের উদাসীনতা লক্ষ করা যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন শুধু এসআইও’র আন্দোলন নয়, এই আন্দোলন সংখ্যালঘুদের অধিকারের আন্দোলন, এই আন্দোলন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকারের আন্দোলন, এই আন্দোলন সমস্ত জেলাবাসী, রাজ্যবাসী ও দেশবাসীর আন্দোলন। এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক আব্দুল ওয়াকিল বলেন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যে আশা নিয়ে শুরু হয়েছিল, বর্তমানে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সবমিলিয়ে নেমে এসেছে এক কালো অন্ধকার। আমরা চাই শিক্ষাক্ষেত্রে এই বঞ্চনার অবসান হোক। এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলার সভাপতি আনোয়ার হোসেন বলেন, শিক্ষাক্ষেত্রে পরিকল্পনামাফিক জেলাবাসীর সাথে বঞ্চনা করা হচ্ছে।
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আন্দোলন কমেটির কনভেনর মতিরুল রহমান সেখ বলেন, ২০২১ সালে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হওয়ার পর জেলাবাসীর মাঝে এক বিরাট আশা সঞ্চার করে, কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়নানাবিধ পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত। নতুন পরিকাঠামো তৈরি হওয়া দূরের কথা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের কোনও কাজই শুরু হয়নি, নেই স্থায়ী উপাচার্য, শিক্ষাদানের জন্য নেই স্থায়ী অধ্যাপক। সলিডারিটি ইয়ুথ মুভমেন্টের রাজ্য সহ-সভাপতি সাহাবুদ্দিন মন্ডল বলেন, সার্বিকভাবে পিছিয়ে পড়া এই জেলার বহু দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের পক্ষে অন্য জেলায় গিয়ে হোস্টেল কিংবা মেসে থেকে পড়া চালিয়ে যাওয়ার মতো আর্থিক সংস্থান নেই। তাই অকালে ঝরে পড়ে উন্নত মেধা, ঘটে ভবিষ্যতের অকাল মৃত্যু। জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডাঃ মশিহুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত এবং এই জেলার অগণিত ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত সমস্যার বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে সমাধানের উদ্দেশ্যে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে ক্যাম্পাস গড়ে তুলতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদের জেলা নাজিম শামসুল আলম, এসআইও দক্ষিন মুর্শিদাবাদ জেলার সভাপতি তৌসিফ আহমেদ ফাইসাল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আন্দোলন কমিটির সহাকারী কনভেনর মুসান্না আল মুত্তাকী এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct