আপনজন ডেস্ক: অবৈধ দখলদার শক্তি হওয়ায় ইসরায়েলের আত্মরক্ষার কোনও অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।বুধবার (১ অক্টোবর) হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।ভ্যাসিলি বলেন, তারা (ইসরায়েল) কেবল একটি জিনিসই করতে পারে; আর তা হল ইসরায়েলের আত্মরক্ষার কথিত অধিকার সম্পর্কে অবিরত ঘোষণা দেওয়া। যদিও একটি দখলদার শক্তি হিসাবে ইসরায়েলের সেই ক্ষমতা নেই। কারণ ২০০৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত উপদেষ্টা মতামতের মাধ্যমে ইসরায়েলের সেই ক্ষমতা না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই বলে মন্তব্য করলেও রাশিয়ার এই রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলের ‘নিরাপত্তা নিশ্চিত’ এবং ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’ করার অধিকার রয়েছে।তিনি বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য এবং আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার অধিকারের স্বীকৃতি দিই— এই নিরাপত্তা কেবল তখনই সম্পূর্ণরূপে নিশ্চিত করা যেতে পারে, যদি আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে পারি।’ভ্যাসিলি বলেন, ‘ইহুদি লোকজন বহু শতাব্দী ধরে নিপীড়নের শিকার হয়েছে এবং সাধারণ মানুষের দুঃখকষ্ট, অন্ধ প্রতিশোধের নামে নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া কখনই ন্যায়বিচার প্রতিষ্ঠা কিংবা মৃতদের জীবিত করবে না বা তাদের পরিবারকে সান্ত্বনাও দেবে না। আর এই দুঃখকষ্ট যে কারও চেয়ে ইহুদি জনগণের ভালোভাবে জানা উচিত।’অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ করেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও দখল নিয়ে পশ্চিমা সমালোচনার কথা উল্লেখ করে ভ্যাসিলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে ‘ভণ্ডামির’ অভিযোগ তুলে বলেন, একেবারে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানানো হচ্ছে, তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে বছরের পর বছর ধরে চলা সহিংসতার অবসান ঘটাতে শেষ অবলম্বন হিসেবে বলপ্রয়োগ করছে, তখন তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct