মনিরুজ্জামান, বারাসত, আপনজন: আসন্ন আলোর উৎসব কালীপূজো যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার পক্ষ থেকে থানা এলাকার সকল পুজো কমিটি, জনপ্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় থানায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প,বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি,দেগঙ্গা থানার আই সি শ্যাম প্রসাদ সাহা, দেগঙ্গা ব্লকের জয়েন্ট বিডিও সৌমিত্র গঙ্গোপাধ্যায়,থানার মেজবাবু শুভাশিস চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য ঊষা দাস সহ আরও অনেকে।সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মফিদুল হক সাহাজি বলেন, গতবারের ১২১ টির সঙ্গে এবার নতুন ১৬ টি, দেগঙ্গা থানা এলাকায় মোট ১৩৭ টি দুর্গাপূজো কমিটি রাজ্য সরকারের কাছ থেকে ৭০ হাজার টাকা করে পেয়েছে। এই ১৩৭ টির মধ্যে ৬ টি মহিলা পরিচালিত পূজো।এরজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ। এই টাকা পাওয়ায় আড়ম্বরপূর্ণ দুর্গাপূজো হয়েছে। ডেঙ্গুকে প্রতিহত করতে প্রচার করেছেন।তিনি বলেন,আগত কালীপূজোতে সরকারি যে সব বিধিনিষেধ আছে সেগুলোকে যেমন মান্যতা দেবেন এবং এলাকায় পূজোটা সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য আবেদন করি সবার কাছে।আই সি শ্যাম প্রসাদ সাহা আসন্ন কালীপূজো সুষ্ঠুভাবে সম্পাদন করার এবং সকলের সাহায্য সহযোগিতার কথা বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct