দেবাশীষ পাল, মালদা, আপনজন: আর্সেনিকমুক্ত পানীয় জলের জলধার নির্মাণের প্রায় সাত থেকে আট মাসের মধ্যে বিকল অবস্থা। জলধার থেকে পড়ছে না একফোটাও পানীয়জল। ফলে বাধ্য হয়ে নল কূপের জল ব্যবহার করছেন স্থানীয় লোকজনেরা। আর এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে নারাজ নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার। জানা গেছে, মালদার মানিকচকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাথানি এলাকায় নুরপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায়২ লক্ষ্য ৯৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল আর্সেনিকমুক্ত পানীয়জলধার। স্থানীয়দের অভিযোগ, এক বছর কাটতে না কাটতেই বিকল অবস্থায় পড়ে রয়েছে আর্সেনিক মুক্ত পানীয়জলাধারটি। যার ফলে জল তেষ্টা পেলে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় লোকজন থেকে পথ চলতি সাধারণ মানুষদের। বাধ্য হয়ে আবার অনেকে নলকূপের জল পান করছেন। স্থানীয়বাসিন্দাদের দাবি, নির্মাণীয়মান জলাধারটি সংস্কার করা হক। যদিও এ বিষয়ে নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct