আপনজন ডেস্ক: ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান এখন পর্যন্ত জিতেছে তিনটি ম্যাচ। সেই ম্যাচগুলোতে সেরা ব্যাটার বাবর আজমের অবদান নেই বললেই চলে। অথচ বিশ্বকাপের আগে বাবরকে নিয়ে বড় স্বপ্ন দেখা লোকের অভাব ছিল না। কারণটা যৌক্তিকও। আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়েও তিনি অবস্থান করছেন সবার উপরে; কিন্তু বিশ্বকাপে নিজের দক্ষতার ছাপ রাখতে পারছেন না। ফলে বাবরের ম্যাচ জেতানোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সেই তালিকায় আছেন পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদি। সম্প্রতি পাকিস্তানের বেসরকারি চ্যানেল সামা টিভির একটি অনুষ্ঠানে আফ্রিদি সমালোচনা করেছেন বাবরের ব্যাটিংয়ের। বাবরের রান করা এবং বাবরের রানের কারণে ম্যাচ জেতা- দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। (ভারতের) বিরাট কোহলি ও কেএল রাহুল কী করে তাকিয়ে দেখুন। ওরা রান করে, দেখেশুনে বলও মোকাবিলা করে এবং দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়ে।যদিও নিজেকে বাবরের ভক্ত হিসেবে দাবি করেছেন সাবেক অলরাউন্ডার- আমি বাবরের ভক্ত, এ ব্যাপারে কোনো সংশয় নেই। আমরা বলি, বাবর বড়মাপের খেলোয়ার; কিন্তু সেই স্তরে পৌঁছানো এক বিষয় এবং একবার সেই স্তরে পৌঁছে যাওয়ার পর আপনার পারফরম্যান্সের ধারা বজায় রাখা (ভিন্ন বিষয় যা) অনেক বেশি কঠিন।এর পরপরই অবশ্য বাবরের ম্যাচ জেতানোর সামর্থ্য নিয়ে সংশয় জানিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ের জন্য খ্যাতি পাওয়া আফ্রিদি। বাবর যখন ব্যাট করতে নামে, তখন আমাদের মনে হওয়া উচিত যে আমরাই জিতব; কিন্তু সেরকম অনুভূতি আসে না। আমরা জানি, সে ৫০-৬০ রান করবে। তবে আমরা আত্মবিশ্বাস পাই না যে, সে আমাদের ম্যাচটা জিতিয়ে দেবে।বিশ্বকাপের লিগপর্বে আরও দুটি ম্যাচ বাকি আছে পাকিস্তানের। সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট তালিকার পাঁচে। আসরের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনো ভালোমতোই টিকে আছে দলটির। আগামী শনিবার নিউজিল্যান্ডকে মোকাবিলার পর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। সামনের লড়াইগুলোতে আফ্রিদিকে ভুল প্রমাণ করতে পারবেন তো বাবর?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct