আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অভিযোগ করেছেন রাজ্যকে এমজিএনআরইজিএ বকেয়া পরিশোধে বিলম্ব করার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচার করছে কেন্দ্রীয় সরকার।বকেয়া পরিশোধের জন্য কেন্দ্রকে সময়সীমা ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানোর পর অাবার তা ২৩ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। কারণ ১৬ নভেম্বর ইডেনে বিশ্বকাপের খেল। মমতা বলেন, তৃণমূল কংগ্রেস বাংলার বকেয়া অাদায়ের জন্য আন্দোলন করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনও তহবিল ছাড়েনি। এনিয়ে মমতা অভিযোগ করেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুল তথ্য ছড়ানো হচ্ছে।সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, এমজিএনআরইজিএ প্রকল্পে বকেয়া অর্থ দেওয়ার বিষয়ে কেন্দ্র ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য প্রচার করার সন্ধান পেরেছি। আমাদের জোরালো আন্দোলন এবং বিশদ তথ্যগত রেকর্ড ও বিবরণ জমা দেওয়া সত্ত্বেও, কেন্দ্র তার পা টেনে নিচ্ছে। কোনও আটকে রাখা বকেয়া পরিশোধ করেনি। তিনি ভুল তথ্য ছড়ানোকে কেন্দ্রীয়সরকারের পক্ষ থেকে “লজ্জাজনক” বলে বর্ণনা করেছেন।এর আগে কেন্দ্রীয়সরকার জানিয়েছিল, নির্দেশ না মানার কারণে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের জন্য বাংলায় অর্থ বরাদ্দ করা হয়নি। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মানার কারণে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫-এর বিধান অনুযায়ী ২০২২ সালের ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গের জন্য তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে মমতা বলেন, মানুষকে বোকা বানাতে, বিভ্রান্তি ছড়াতে এবং রাজ্য সরকারকে বদনাম করতেই এই ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমরা আমাদের ন্যায্য প্রাপ্য চাই। যত্রতত্র মিথ্যা তথ্য ফাঁস হওয়া সত্ত্বেও আমরা অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছি। এটা লজ্জার!এমজিএনআরইজিএ বকেয়া বকেয়া বেশ কিছুদিন ধরে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।প্রসঙ্গত, দলের জাতীয়সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধিদল সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই প্রকল্পের আওতায় অবিলম্বে অর্থ ছাড়ের দাবিতে ধর্না দেয়।দুর্গাপূজার আগে কলকাতার গভর্নর হাউসের সামনে একই ইস্যুতে ধর্না দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে, কেন্দ্র দাবি করেছে যে রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে, যা কোটি কোটি টাকার বেশ কয়েকটি জাল জব কার্ড শনাক্ত করার মাধ্যমে স্পষ্ট। বিজেপি নেতৃত্বও এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct