আপনজন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বের দেশে দেশে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারতের তেলের বাজার এখনও স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতার প্রধান কারণ হ্রাসকৃত মূল্যে রাশিয়ার তেলের সরবরাহ। তবে এবার থেকে রাশিয়ায় অতিরিক্ত নির্ভরতা কাটাতে চায় ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীদিনে দক্ষিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল কিনবে ভারত।সদ্য যুক্তরাষ্ট্রের নিষেধজ্ঞার বাধা পেরোনা ভেনেজুয়েলা থেকে তেল কেনার কথা ভাবছেন ভারতের কেন্দ্রীয় জ্বালানি তেলমন্ত্রী হরদীপ সিং পুরী। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানির পরিকল্পনা রয়েছে আমাদের। বাজারে তেলের সরবরাহ যত বাড়বে, ততই আমাদের জন্য ভাল। যেখানে আমরা কম দামে তেল পাবো, সেখান থেকেই কিনব।’এমনিতে বিশ্বের যে কয়েকটি দেশে জ্বালানি তেলের বিশাল মজুত রয়েছে। সেগুলোর মধ্যে ভেনেজুয়েলা অন্যতম। দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই দেশটির খনিগুলোতে যে পরিমাণ তেল রয়েছে, তা দীর্ঘদিন বৈশ্বিক তেলের বাজারে সরবরাহ স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলোর জোট ওপেক প্লাসেরও গুরুত্বপূর্ণ সদস্য ভেনেজুয়েলা। বিশ্বের তেল উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেকের অন্যতম সদস্য ভেনেজুয়েলার তেল ও গ্যাসের মজুত বিপুল। দেশটিতে কয়েকটি স্বর্ণের খনিও রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে স্বাভাবিকভাবেই সংকটে পড়েছিল দেশটির অর্থনীতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct