আপনজন ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে আর্জেন্টিনার সেই হার কি ভোলা যায়! আর্জেন্টিনা এরপর চ্যাম্পিয়ন হলে সৌদির সেই জয় বরং ভিন্ন মাত্রা পেয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জেতা সে ম্যাচে জয়সূচক গোল করা সালেম আল দাওসারিকে মনে আছে তো! এবারের এশিয়ার বর্ষসেরা ফুটবলার হয়েছেন সেই দাওয়াসারিই।
মঙ্গলবার কাতারের দোহায় এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সেরা খেলোয়াড়ের পুরস্কারের তুলে দেওয়া হয়েছে সৌদি আরবের এই ফরোয়ার্ডের হাতেই। দাওসারি খেলেন আল হিলালের হয়ে।
বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর সেই কীর্তিই নয় শুধু, গত বছর ক্লাব পর্যায়েও ভীষণ সফল তিনি। আল হিলালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠায় তাঁর বড় ভূমিকা। ২০২২-এ সৌদি প্রো লিগ এবং কিংস কাপও জিতেছে তাঁর দল।
মেয়েদের মধ্যে অস্ট্রেলিয়ার সামান্থা কের জিতেছেন এএফসি বর্ষসেরার এই পুরস্কার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct