নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সুপার স্পেশালিটি হাসপাতাল। বিভিন্ন জেলা থেকে মানুষ সুচিকিৎসার জন্য সেখানেই ছুটে আসেন। কিন্তু এবার সেই হাসপাতালের বিরুদ্ধেই “ভুল চিকিৎসা”র অভিযোগ আনলেন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত স্পেন সফরে গিয়ে দ্বিতীয়বার পায়ে চোট পান রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে অবশ্য চোট পেলেও তা নিয়ে সরকারের কাজ চালিয়ে যান তিনি। ফিরে এসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান। পরবর্তীতে সময়ে তাকে এসএসকেএম হাসপাতালে কৃষকেরা গৃহবন্দী থেকে চিকিৎসার পরামর্শ দেয়। এই অবস্থায় তেই গৃহবন্দী থেকে সরকারের কাজ চালিয়ে যান তিনি। একই সঙ্গে চলে চিকিৎসাও। আজ অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শোনা গেল “ভুল চিকিৎসার জন্য তার ইনফেকশন সেপটিকের দিকে চলে গিয়েছিল”। মমতা বলেন, “কেউ কেউ লিখেছেন ৫৫ দিন বাদে আমি নবান্নে এসেছি। দেখুন তো ভারতবর্ষের কটা মুখ্যমন্ত্রী অফিসে যান। বাড়ি থেকে কাজ করেন কতজন? বাড়িতেই তারা তার অফিস বানিয়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রী যেখানে থাকেন সেটাই তার অফিস হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেছেন মানুষের কাছে তার সম্পর্কে ভুল তথ্য দেয়া হচ্ছে। এরপরই চিকিৎসার প্রসঙ্গ চিকিৎসার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বলা যেতে পারে ১০-১২ দিন আমার আইভি চলেছে। আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল চিকিৎসার জন্য। যেভাবে স্যালাইন দেওয়া হয় সেভাবে চ্যানেল করা ছিল আমার হাতে ৭ দিন। বিছানা থেকে আমি উঠতে পারিনি সেই অবস্থাতেও প্রতিদিন কাগজ গেছে। রোজ মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজির সঙ্গে কথা হয়েছে। পুজোর কদিন ভোর পাঁচটা পর্যন্ত আমি পাহারা দিয়েছি। আমি জানি আমার সবটাই খারাপ।
প্রসঙ্গত এদিন উষ্মাপ্রকাশের মধ্যেই ভুল চিকিৎসার প্রসঙ্গ তুলে দেন মমতা। নিজে আলাদা করে কোন হাসপাতাল বা কোন চিকিৎসকের নাম না বললেও তার সব চিকিৎসা এসএসকেএম হাসপাতালে হওয়ায় সেই দিকেই আঙুল যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct