নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শহরে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর ভারত বনাম সাউথ আফ্রিকার ক্রিকেট ম্যাচের টিকিট কালোবাজারি করার অভিযোগে গ্রেপ্তার হল এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম অঙ্কিত আগরওয়াল। বয়স মাত্র ৩২। গোপন খবরের ভিত্তিতে নেতাজি সুভাষ রোডে গ্লিন্ডার হাউস থেকে আগামী ৫ নভেম্বর ইডেন উদ্যানে ভারত বনাম আফ্রিকার ম্যাচের একাধিক টিকিট আটক করে পুলিশ। জানা গেছে, প্রতিটি টিকিটের মূল্য ছিল আড়াই হাজার টাকা। সেই টিকিট ১১ হাজার টাকা করে কালোবাজারি দরে বিক্রি করা হচ্ছিল। মোট কুড়িটি টিকিট পুলিশ আটক করেছে অঙ্কিত আগারওয়াল এর কাছ থেকে। তার বাড়ি নিউ আলিপুরে। থানার অন্তর্গত টালিগঞ্জ সার্কুলার রোডে। এই টিকিট কালোবাজারি চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই গোটা শহর জুড়ে টিকিটের কালোবাজারি রুখতে সাদা পোশাকের গোয়েন্দাদের নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় ক্রেতা সেজে গোয়েন্দারা হানা দিচ্ছে কালোবাজারি চক্র ধরতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct