নিজস্ব প্রতিবেদন, শাসন, আপনজন: খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। বাঙালি বরাবরই ফুটবলপ্রেমী। যতই ক্রিকেটের দাপট থাকুক ফুটবল নিয়ে বাঙালির মনের মনিকোঠায় আলাদা জায়গা আছে। তবে বর্তমানে খেলার মাঠে খুব কম জনকেই দেখা যায়। বদলে স্মার্ট ফোনে বিভিন্ন গেমে বুঁদ হয়ে থাকে ছেলেমেয়েরা। এমন অবস্থায় অল্প বয়সী ছেলেমেয়েদের আবার খেলার মাঠমুখী করার উদ্যোগ নিল উঃ ২৪ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার আন্দুলিয়া দক্ষিণ পাড়া যুবক বৃন্দ। উক্ত ক্রীড়ানুষ্ঠানে স্থানীয় ৩৮ নং উঃ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য তথা কর্মাধ্যক্ষ বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন মোবাইল আসক্তি কমিয়ে নবপ্রজন্মকে মাঠমুখি হতে হবে। খেলাধুলার মধ্যে দিয়ে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তি পাওয়া যায়। এলাকার খেলার মাঠ উন্নয়নে একগুচ্ছ কর্ম পরিকল্পনা গ্ৰহণ করে ছেলেমেয়েদের মাঠমুখী করতে চায় কর্মাধ্যক্ষ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল সমাজসেবী এসরাইল আলি, তৃষ্ণা পাত্র,আব্দুল হাকিম, মীরসাহেব, হাজী রাজ্জাক আলী, সদস্য আজগার আলী, ইয়ানবী মুদি,ক্লাবের পক্ষে অহেদ আলি, সহিদুল ইসলাম, আক্রাম দর্জি, রাকেশ আলি, টুটুল, মহিবুল ইসলাম,নসিবুল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct