আপনজন ডেস্ক: সংসদে প্রশ্ন করার জন্য বিজেপি কর্তৃক অভিযুক্ত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লোকসভার এথিক্স কমিটিকে জানিয়েছেন তিনি ২ নভেম্বরের নির্ধারিত তারিখে সকাল ১১ টায় প্যানেলের সামনে হাজির হবেন। কারণ তাকে এটি করতে “বাধ্য” করা হচ্ছে। নির্ভরযোগ্যভাবে সূত্র থেকে ্েই খবর জানা গেছে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লির উদ্দেশে রওনা হওয়া মহুয়া মৈত্র কমিটিকে জানিয়ে দিয়েছেন, সমনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করবেন। এই ঘটনা ঘটেছে যেদিন সাংসদ আদানি গ্রুপের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলেন, যেখানে তিনি অভিযোগ করেন আদানি পোর্টসের একটি ইঞ্জিনিয়ারিং-প্রকিউরমেন্ট-কনস্ট্রাকশন ঠিকাদারের সাথে সম্পর্ক বজায় রেখেছে। উল্লেখ্য, এর আগে এথিক্স কমিটিকে জানিয়েছিলেন পাঠানো সমন অনুযায়ী ৩১ অক্টোবর হাজিরা দিতে পারবেন না। কারণ, তার নির্বাচনী এলাকায় পূর্ব নির্ধারিত কিছু বর্মসূচিতে তার হাজির থাকতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct