আপনজন ডেস্ক: কাশ্মীরের প্রাক্তন মুখ্রমন্ত্রী ফারুক আব্দুল্লাহর কন্যা সারা আবদুল্লাহ ও রাজেশ পাইলটের পুত্র শচীন পাইলটের বিবাহবিচ্ছেদ হয়েছে। রাজস্থান কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং ওয়ার্কিং কমিটির সদস্য শচীন পাইলট মঙ্গলবার টং বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হলফনামায় এই তথ্য প্রকাশ করেছেন। হলফনামায় শচীন পাইলট জানিয়েছে, তার স্ত্রী সারা পাইলটের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। মনোনয়নপত্রে স্ত্রীর নামের সামনে ‘ডিভোর্স’ লিখেছেন শচীন। উল্লেখযোগ্যভাবে, শচীন এবং তার (বর্তমানে প্রাক্তন) স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের জন্য খবর ছিল, কিন্তু এই প্রথম বিবাহবিচ্ছেদ প্রকাশ্যে নিশ্চিত করা হয়েছে। তবে এই হলফনামায় তালাক কখন হয়েছিল তা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, সারা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর মেয়ে। শচীনের উপর তার দুই ছেলের দায়িত্ব। শচীন পাইলট তার নির্বাচনী হলফনামায় আরও বলেছেন, তার দুই ছেলে আরান পাইলট এবং ভিহান পাইলটের দায়িত্বভার তার উপর। পাইলট হলফনামায় তার দুই সন্তানের নাম ‘নির্ভরশীল’ হিসেবে রেখেছেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনী হলফনামায়, শচীন পাইলট সারা পাইলটকে তার স্ত্রী হিসাবে উল্লেখ করেছিলেন, যেখানে তিনি এবার লিখেছেন “ডিভোর্সড”। ২০১৮ সালের নির্বাচনের পরে, যখন শচীন পাইলট রাম নিবাস বাগে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, সারা পাইলট এবং তার দুই ছেলে তার উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সারা আবদুল্লাহ, ন্যাশনাল কনফারেন্স নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. ফারুক আবদুল্লাহর মেয়ে এবং ওমর আবদুল্লাহর বোন, ২০০৪ সালে শচীন পাইলটকে বিয়ে করেন। বিয়ের ১০ বছর পর থেকেই দুজনের সম্পর্কের তিক্ততার কথা মিডিয়া রিপোর্টে প্রকাশ পেতে থাকে। যদিও শচীন পাইলট প্রকাশ্যে এই সব কথা প্রত্যাখ্যান করেছেন। শচীন যখন আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলে অধ্যয়নরত, ঠিক সেই সময়েই শচীন পাইলট জম্মু ও সারা আবদুল্লাহর প্রেমে পড়েন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct