আপনজন ডেস্ক: ব্রাজিলে উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে বিমান দুর্ঘটনা ঘটেছে। দুই মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (২৯ অক্টোবর) রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল বিমানটি। এ ঘটনায় এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত যাত্রীদের জাতীয়তা কী তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুনের লেগে যায়। অ্যাক্রে রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি একক ইঞ্জিন সেসনা ক্যারাভান ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct