নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: কোচবিহারের ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির অন্যতম সদস্য জয়ন্ত বর্মন বেঙ্গালুর থেকে যাত্রা শুরু করে ৩০০০ কিলোমিটার সাইকেল যাত্রার পর সোমবার কোচবিহারে প্রবেশ করেন। তারর সাইকেল যাত্রার উদ্দেশ্য ছিল ফাঁসিরঘাট সেতুর দাবির গুরুত্ব বোঝা ও তুলে ধরা। দীর্ঘ পথ বেয়ে আসার পর কোচবিহার প্রেস ক্লাবে এদিন সাংবাদিক বৈঠকে ফাঁসিরঘাট সেতুর বিষয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দীর্ঘ এই যাত্রা পথে অনেক সড়ক সেতু দেখলাম। বিশেষ করে দক্ষিণবঙ্গে এমন অনেক জায়গায় কোটি কোটি টাকা ব্যায়ে সেতু হয়েছে যা ফাঁসিরঘাটে সড়ক সেতুর দাবির যৌক্তিকতায় কম গুরুত্বপূর্ণ। তাই আমি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এটাই বলব, তিনি যেন ফাঁসিরঘাটে সড়ক সেতুর দাবির গুরুত্ব বিবেচনা করে এখানে একটি সড়ক সেতু তৈরি করে দেন। এদিনের কোচবিহার প্রেস ক্লাবে সেতু আন্দোলন কমিটির তরফে সাংবাদিক সম্মেলনের সময় উপস্থিত ছিলেন সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী, অন্যতম সদস্য সুজিত রায়, উপদেষ্টা মন্ডলের সদস্য আহম্মদ হোসেন ,প্রদীপ কুমার ও লঙ্কেশ্বর বর্মন। সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী বলেন, দক্ষিণবঙ্গে উন্নয়নের জন্য দক্ষিণ বঙ্গের জনপ্রতিনিধিরা যেভাবে সচেতন সেভাবে যদি উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা সচেতন হতো তাহলে অনেক আগেই ফাঁসিরঘাটে সড়ক সেতুর দাবি পূরণ হতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct