শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: বিদায়ী সংবর্ধনা সমষ্টি উন্নয়ন আধিকারিকের , বসিরহাট দুই নম্বর ব্লকের খোলাপোতা পঞ্চায়েত সমিতিতে। সোমবার বিকাল চারটে নাগাদ বিদায়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ চক্রবর্তীকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয় বসিরহাট -২ পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে। বিদায়ী বিডিও কে বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির তরফ থেকে জানা যায়,গত তিন বছর আগে তিনি বসিরহাট -২ পঞ্চায়েত সমিতিতে দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসিরহাট -২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল, এছাড়া ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং বিভিন্ন কর্মাধ্যক্ষরা। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল জানান,আমি বহুদিন ধরে এই পঞ্চায়েত সমিতির কাজে আছি।আমি অনেক আধিকারিকদের দেখেছি কিন্তু বিডিও জয়দীপ চক্রবর্তী মতো ভালো মানুষ আমরা পাইনি।করোনা থেকে যেভাবে কাজ করেছেন আমরা আপ্লুত।যখন আমরা কোন সমশ্যায় পড়েছি ওনার কাছে আসলে সমস্যা সমাধান করে দিতেন। কাজের দিক থেকে তিনি দক্ষ একজন আধিকারিক ছিলেন।ভালো একজন মানুষকে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ছাড়তে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct