নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: ভুল করে উঠে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতরভাবে জখম এক পরিযায়ী শ্রমিক।ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মালদহের হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে।রেল পুলিস সূত্রে জানা গিয়েছে,জখম শ্রমিকের নাম গনেশ দাস(৪০)।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে।আপ শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় ঝাঁপ দিয়ে রক্তাক্ত হয়ে পড়েছে।মাথা ফেটে গিয়েছে ও পা দুটি ফ্র্যাকচার হয়ে গিয়েছে।তাকে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে,শ্রমিক গনেশ দাস এক মাস পর দাদন খেটে দিল্লি থেকে বাড়ি ফিরছিল।এদিন মালদা রেলওয়ে স্টেশন থেকে ভুল ট্রেনে উঠে পড়েন।যখন বুঝতে পারে যে সে ভুল ট্রেনে উঠে পড়েছে।ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটাই।ট্রেন ছেড়ে দিয়েছে।আর এই ট্রেনটি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে না দাঁড়ানোর কারণে ট্রেনটি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢুকতেই সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে দিয়ে দেয়।এরফলে গুরতরভাবে জখম হয়ে পড়েন। এখন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।স্থানীয় জেলা পরিষদের সদস্যা চুমকি দাস পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct