অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বাড়ি ফিরলেন সিকিমে কাজ করতে যাওয়া পাঁচ পরিযায়ী শ্রমিক। সোমবার বাড়ি ফিরে আসতেই খুশির হাওয়া তাদের পরিবারে। পাড়াপড়শি সহ এদিন তাদের সঙ্গে দেখা করতে যান তপন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুধরাই টুডু।উল্লেখ্য, মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানের জেরে তৈরি হওয়া সিকিম বিপর্যয়ের পর থেকে নিখোঁজ ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। দক্ষিণ দিনাজপুরের ন’জন ঠিকা শ্রমিকের কোনও খোঁজ মিলল না। উদ্বেগে ছিলেন তাদের পরিবার। প্রশাসনের তরফে বার বার যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল তাদের সঙ্গে। কিন্তু কোনও রকম কোনও খবরই মিছিল না নিখোঁজদের। নিখোঁজ শ্রমিকদের মধ্যে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কৃষ্ণপুর গ্রামের নিখোঁজ ছিল সাত পরিযায়ী শ্রমিক। মূলত মোবাইলের নেটওয়ার্কের সমস্যার কারণেই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। যদিও জেলা প্রশাসনের তরফে পরবর্তীতে সবার সঙ্গেই যোগাযোগ করা গিয়েছিল। অবশেষে এদিন তারা বাড়ি ফিরে আসতেই খুশির হাওয়া তাদের পরিবারের লোকেদের মধ্যে।এ বিষয়ে তপন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুধরাই টুডু জানান, ‘সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এখানকার ৯ জন মানুষ কাজ করতে গিয়ে আটকা পড়ে যায়। সেই সময় তাদের পরিবারের লোকেরা তাদেরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। পরবর্তীতে আমি এদের পরিবারের লোকেদের আশ্বাস দিই এবং আমাদের সাংসদ সুকান্ত মজুমদার এবং রাজ্য নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং যারা নিখোঁজ ছিল তাদের নামের তালিকা পাঠাই। সিকিমে আমাদের বিজেপি নেতৃত্ব এবিষয়ে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। তারা বাড়িতে ফিরে আসায় তাদের পরিবারের লোকেরা যথেষ্ট খুশি । আজ আমরা পরিবারের লোকদের হাতে কিছু অন্য ও বস্ত্র তুলে দিলাম।’অন্যদিকে সিকিম থেকে ফিরে আসা শ্রমিক বাবলু জানান, ‘সিকিমের কাজ করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকে পড়েছিলাম। অবশেষে বাড়িতে ফিরে আসতে পেরেছি।খুবই ভালো লাগছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct