আপনজন ডেস্ক: পেসার মোহাম্মদ শামির মধ্যে কপিল দেবকে খুঁজে পান ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। এমনকি উইকেট নেয়ার পর শামির উল্লাস দেখলেও মনে হয় যেন সেই কপিল দেবকেই দেখছেন তিনি। রোববার লখনৌয়ে ২২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ২২৯ রানে ইংল্যান্ডকে আটকে দেন শামি। পরে তার প্রশংসায় এমনটা বলেন গাভাস্কার। কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে শামির ছোটবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকী এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতের জার্সিতে নিজেকে আরো ভালোভাবে তৈরি করার লক্ষ্যে শামি আলী নগরে নিজের ফার্ম হাউজে বেশ কয়েকটা পিচ তৈরি করেছেন। সেখানেই অবসর সময়েই নিজেকে ঝালিয়ে নেয়ার ক্ষুধায় মত্ত থাকেন তিনি। বদরুদ্দিন বলেন, ‘গ্রামে গেলে ও (শামি) সকাল-বিকাল অনুশীলন করবেই। আমি, মোহাম্মদ কাইফ আর উঠতি ছেলেদের সঙ্গে সে একনাগাড়ে বল করে যায়।’ শামির প্রশংসায় গাভাস্কারও শোনান সেই গল্প। তিনি বলেন, ‘শামি ওর ফার্ম হাউজে শুনেছি তিনটি আলাদা পিচ তৈরি করেছে অবসরে সেখানেই অনেক সময় নিয়ে অনুশীলন করেন। এটাই তো একজন পেসারের সবচেয়ে বড় গুণ। কপিল ঠিক এভাবেই ঘণ্টার পর ঘণ্টা নেটে বল করতো।এজন্যই শামি এতো সফল। কারণ শামি জানে গতি এবং লাইন লেন্থ ওর এগিয়ে যাওয়ার সম্বল। আমি জানি না ও প্রতিদিন জিমে যায় কিনা। চাইলে আপনি সারাদিন জিমে থাকতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct